ISRO | বছর শেষে ইতিহাস গড়ার লক্ষ্যে ইসরো! সফলভাবে সূচনা হল স্পেডেক্স অভিযান

Monday, December 30 2024, 5:47 pm
highlightKey Highlights

সোমবার সফলভাবে সূচনা হল তাদের স্পেস ডকিং এক্সপেরিমেন্ট বা স্পেডেক্স (SpaDeX) অভিযান।


ফের সাফল্য ইসরোর। সোমবার সফলভাবে সূচনা হল তাদের স্পেস ডকিং এক্সপেরিমেন্ট বা স্পেডেক্স (SpaDeX) অভিযান। এদিন শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে ২২০ কিলোগ্রাম ওজনের দুটি স্যাটেলাইট নিয়ে PSLV C৬০ রকেট উড়ে যায় মহাকাশের উদ্দেশে। ডকিং এক্সপেরিমেন্টের পাশাপাশি, লঞ্চ ভেহিকেলে আরও ২৪টি পরীক্ষা নিরীক্ষা করা হবে। তবে এ দিন অভিযানের শুরুতে একটু সমস্যা হয়েছিল। পৃথিবীর উপরে একই কক্ষপথে থাকা অন্যান্য স্যাটেলাইটের সঙ্গে ইসরোর স্যাটেলাইট দুটির সংঘর্ষ এড়াতে উৎক্ষেপণের সময় সামান্য পিছিয়ে দিতে হয়। 




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File