Proba 3 | ইউরোপের Proba 3কে নিয়ে মহাকাশে পাড়ি দিলো ISROর রকেট PSLV! কী কাজ করবে এই সৌরপর্যবেক্ষণকারী কৃত্রিম উপগ্রহ?

Thursday, December 5 2024, 1:48 pm
highlightKey Highlights

ইউরোপীয় স্পেস এজেন্সির সৌরপর্যবেক্ষণকারী কৃত্রিম উপগ্রহ প্রোবা ৩কে নিয়ে মহাকাশে পাড়ি দিলো ইসরোর ওয়ার্কহর্স রকেট PSLV।


ইউরোপীয় স্পেস এজেন্সির সৌরপর্যবেক্ষণকারী কৃত্রিম উপগ্রহ প্রোবা ৩কে নিয়ে মহাকাশে পাড়ি দিলো ইসরোর ওয়ার্কহর্স রকেট PSLV। এই কৃত্রিম উপগ্রহর উৎক্ষেপণ হওয়ার কথা ছিল গতকাল, বুধবার। কিন্তু শেষ মুহূর্তে কিছু সমস্যা দেখা দেওয়ায় একদিন পিছিয়ে দেওয়া হয় উৎক্ষেপণ। প্রোবা ৩ আসলে দুটি যানের মিশেল। একটি করোনাগ্রাফ। অন্যটি অকাল্ট। এই স্পেসক্র্যাফট দুটি সূর্যের ছটা অর্থাৎ করোনার ছবি তুলবে। পরে সেই ছবি বিশ্লেষণ করে সূর্যের নানা রহস্য সমাধান করবেন বিজ্ঞানীরা। এই দুই মহাকাশযানের সম্মিলিত ওজন ৫৪৫ কেজি।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File