ISRO | বছরের প্রথম মিশনে যান্ত্রিক ত্রুটি, মহাকাশে হারিয়ে গেলো ISROর স্যাটেলাইট!
Monday, January 12 2026, 7:20 am

Key Highlightsআজ সকালে ১০টা ১৭ মিনিট নাগাদ শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে পিএসএলভি রকেটের সফল উৎক্ষেপণ হলেও, তৃতীয় স্তরে গিয়ে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়
বছরের প্রথম মহাকাশ মিশনে ধাক্কা ইসরোর। তৃতীয় ধাপে গিয়ে ব্যর্থ হলো ইসরোর পিএসএলভি-সি৬২ মিশন। জানা গিয়েছে, আজ সকালে ১০টা ১৭ মিনিট নাগাদ শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে পিএসএলভি রকেটের সফল উৎক্ষেপণ হলেও, তৃতীয় স্তরে গিয়ে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। ২৬০ টনের PSLV-C62-তে মোট ১৫টি স্যাটেলাইট ছিল। তবে তৃতীয় ধাপে ইগনিশনের সময় নিয়ন্ত্রণ হারায়।১৫টি স্যাটেলাইটই হারিয়ে যায়। ১৫টি স্যাটেলাইটের মধ্যে ডিআরডিও-র কৃত্রিম উপগ্রহ অন্বেষাও ছিল, যা শত্রুদের উপরে নজরদারি করতে সাহায্য করত।


