ISRO | এক বছরে তিনবার সফল উৎক্ষেপণ! স্বাধীনতা দিবসের পরের দিনই দুটি স্যাটেলাইট উৎক্ষেপণ করলো ইসরো

Friday, August 16 2024, 8:11 am
highlightKey Highlights

স্বাধীনতা দিবসের পর দিনই সফলভাবে মহাকাশে পাঠানো হল SSLV-D3কে।


স্বাধীনতা দিবসের পর দিনই সফলভাবে মহাকাশে পাঠানো হল SSLV-D3কে। চলতি বছরে এই তিনবার সফলভাবে উৎক্ষেপণ করল ইসরো। শুক্রবার সকালে শ্রীহরিকোটার উৎক্ষেপণ কেন্দ্র থেকে সফলভাবে মহাকাশে পাড়ি দিয়েছে ইসরোর দুটি স্যাটেলাইট। এই SSLV-D3 প্রোগ্রামের অন্তর্ভুক্ত আছে EOS-08 স্যাটেলাইট, যেটি নানাভাবে পৃথিবীর ছবি তোলা এবং নজরদারির কাজ করবে। তার সঙ্গে রয়েছে SR-0 ডেমোস্যাট প্যাসেঞ্জার স্যাটেলাইট। জানা গিয়েছে, এই দুটি স্যাটেলাইট মাত্র ১৩ মিনিটের মধ্যেই কক্ষপথে যথাযথভাবে জায়গা করে নিয়েছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File