Gaganyaan | ISROর গগনযান প্রকল্পের জন্য অত্যাধুনিক ইঞ্জিন তৈরি করলো ভারতীয় এই সংস্থা!

মহাকাশে মানুষ পাঠানোর লক্ষ্যে জোর কদমে কাজ করে চলেছে ISRO। এবার এই মিশন অর্থাৎ মিশন গগনযানে ISROর সঙ্গে কাজ করছে ভারতেরই সংস্থা গোদরেজ (Godrej)।
মহাকাশে মানুষ পাঠানোর লক্ষ্যে জোর কদমে কাজ করে চলেছে ISRO। এবার এই মিশন অর্থাৎ মিশন গগনযানে ISROর সঙ্গে কাজ করছে ভারতেরই সংস্থা গোদরেজ (Godrej)। এই সংস্থার এরোস্পেস ব্যবসায়িক শাখার তরফে জানানো হয়েছে, গগনযান প্রকল্পের জন্য তারা human-rated L110 স্টেজ বিকাশ ইঞ্জিন (Stage Vikas Engine) তৈরি করে পাঠিয়েছে। প্রকৌশলের দিক থেকে এরকম ইঞ্জিন আগে তৈরী হয়নি। ইতিমধ্যেই ওই ইঞ্জিন পাঠানো হয়েছে ISROর LPSC সেন্টারে। গোদরেজের তরফে জানানো হয়েছে, ভারতের মহাকাশ গবেষণা ও অভিযানে দেশীয় সংস্থার তৈরি যন্ত্র ও প্রযুক্তি ব্যবহারের বিষয়ে অবদান রাখতে কাজ করছে তারা।
- Related topics -
- অন্যান্য
- বিজ্ঞান ও প্রযুক্তি
- বিজ্ঞান
- মহাকাশ
- মহাকাশযান
- ইসরো
- মিশন গগনযান
