ISRO | স্বাধীনতা দিবসের দিন বড় চমক ইসরোর! সেদিনই সকালে উৎক্ষেপণ হবে আর্থ অবজারভেশন স্যাটেলাইট-০৮

Thursday, August 8 2024, 4:16 am
highlightKey Highlights

১৫ আগস্ট, সকাল ৯টা ১৭ মিনিটে 'স্মল স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল' (SSLV)-D3-তে চড়ে আর্থ অবজারভেশন স্যাটেলাইট-08 (EOS-08) উৎক্ষেপণ করা হবে।


স্বাধীনতা দিবসে বড় উপহার দিতে চলেছে ইসরো। ১৫ আগস্ট, সকাল ৯টা ১৭ মিনিটে 'স্মল স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল' (SSLV)-D3-তে চড়ে আর্থ অবজারভেশন স্যাটেলাইট-08 (EOS-08) উৎক্ষেপণ করা হবে বলে জানানো ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা। অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটায় সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে উৎক্ষেপণ হবে এই স্যাটেলাইট। জানা গিয়েছে, EOS-08 পরিবেশগত নিরীক্ষণ, দুর্যোগ ব্যবস্থাপনা এবং গগনযান মিশনের সহায়তা বাড়ানোর জন্য ডিজাইন করা হয়েছে। এর পেলোডটি দিন এবং রাত উভয়ই কাজ করবে, অবিচ্ছিন্ন ডেটা সংগ্রহ নিশ্চিত করবে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File