ISRO | ভারতের সাফল্যের মুকুটে নয়া পালক! চন্দ্রযান-৩ এর সফলতাকে সম্মান জানিয়ে ইসরোকে দেওয়া হবে ‘ওয়ার্ল্ড স্পেস অ্যাওয়ার্ড’!
Monday, July 22 2024, 4:50 am
Key Highlightsচাঁদের দক্ষিণ মেরুতে প্রথমবার পা রাখা চন্দ্রযান-৩ এর সাফল্যকে সম্মান জানিয়ে ইসরোকে দেওয়া হবে ‘ওয়ার্ল্ড স্পেস অ্যাওয়ার্ড’।
চাঁদের দক্ষিণ মেরুতে প্রথমবার পা রাখা চন্দ্রযান-৩ এর সাফল্যকে সম্মান জানিয়ে ইসরোকে দেওয়া হবে ‘ওয়ার্ল্ড স্পেস অ্যাওয়ার্ড’। আগামী ১৪ অক্টোবর ইতালির মিলানে আয়োজিত হতে চলেছে ৭৫তম আন্তর্জাতিক মহাকাশ যাত্রী সম্মেলন। আর সেখানেই ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনটিক্যাল ফেডারেশন ইসরোর হাতে এই বিশেষ পুরস্কার তুলে দেবে। ইসরোর উদ্দেশে এক প্রশংসাসূচক বিবৃতিতে জানানো হয়, ‘ISRO-এর এই মিশন বৈজ্ঞানিক পরীক্ষা-নিরীক্ষা এবং সাশ্রয়ী ইঞ্জিনিয়ারিংয়ের এক অনন্য উদাহরণ। আগামী দিনে মহাকাশ গবেষণায় এক নয়া দিক খুলে দিয়েছে চন্দ্রযান-৩ ।’
- Related topics -
- বিজ্ঞান ও প্রযুক্তি
- বিজ্ঞান
- ইসরো
- চন্দ্রাভিযান

