ISRO । নতুন বছরে একগুচ্ছ প্রকল্পের ঘোষণা ইসরোর, ঘোষণা করলেন কেন্দ্রীয় বিজ্ঞান এবং প্রযুক্তি মন্ত্রী জিতেন্দ্র সিংহ
Wednesday, January 1 2025, 7:53 am
Key Highlights
নতুন বছর ব্যস্ততায় কাটবে দেশের মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর। মঙ্গলবার ছ'টি নতুন প্রকল্পের ঘোষণা করলেন কেন্দ্রীয় বিজ্ঞান এবং প্রযুক্তি মন্ত্রী জিতেন্দ্র সিংহ।
নতুন বছরে ৬টি নতুন প্রকল্পের ঘোষণা করলেন কেন্দ্রীয় বিজ্ঞান এবং প্রযুক্তি মন্ত্রী জিতেন্দ্র সিংহ। মঙ্গলবার তিনি জানান, ইসরো জানুয়ারি মাসে শ্রীহরিকোটার সতীশ ধওয়ন স্পেস সেন্টার থেকে এনভিএস ০২ নামক জিএসএলভি রকেট উৎক্ষেপণ করবে। এরপর ‘ব্যোমমিত্রা’ নামের মহিলা রোবটকে মহাকাশে পাঠাবে দেশ। মার্চে উৎক্ষেপণ করা হবে 'নাসা-ইসরো সার' উপগ্রহ। এর সাহায্যে পৃথিবীর প্রতিটি স্থল এবং জলভাগের ছবি তোলা যাবে। এবছর ইসরো ৪টি জিএসএলভি, ৩টি পিএসএলভি এবং ১টি এসএসএলভি রকেট উৎক্ষেপণ করবে।
- Related topics -
- দেশ
- ইসরো
- এসএসএলভি
- রকেট
- শ্রীহরিকোটা সতীশ ধওয়ন স্পেস সেন্টার
- বিজ্ঞান
- বিজ্ঞান ও প্রযুক্তি
- বিজ্ঞানী
- মহাকাশ
- মহাকাশচারী
- মহাকাশযান
- স্যাটেলাইট লঞ্চ
- কমিউনিকেশন স্যাটেলাইট
- রোবট
- নাসা