ISRO to Launch Bahubali | অষ্টমবার মহাকাশে যাচ্ছে ‘বাহুবলী’! ISRO-র নতুন উপগ্রহে শক্তি বাড়বে নৌসেনার

Saturday, November 1 2025, 1:59 pm
highlightKey Highlights

নিরাপত্তার স্বার্থেই এই নতুন কৃত্রিম উপগ্রহটিকে শূন্যে পাঠাতে চলেছে তাঁরা।


রবিতেই মহাকাশের উদ্দেশে রওনা দেবে ইসরোর ‘বাহুবলী’ মহাকাশযান। ইসরো জানিয়েছে, রবিবার বিকাল ৫টা ২৬ মিনিটে অন্ধ্র প্রদেশের শ্রীহরিকোটা মহাকাশ কেন্দ্র থেকে উৎক্ষেপণ করা হবে ‘বাহুবলী’ (এলভিএম-৩) রকেটটিকে। তাঁর সঙ্গে ‘সিএমএস-০৩’ কৃত্রিম উপগ্রহকে মহাকাশে নিয়ে যাবে রকেটটি। নয়াদিল্লি সূত্রে খবর, দেশের প্রতিরক্ষা, বিশেষ করে নৌসেনার কাজেই এই নতুন এবং ওজনদার কৃত্রিম উপগ্রহটিকে আকাশে পাঠাচ্ছে ইসরো। এই নিয়ে আটবার এই উপগ্রহটিকে মহাকাশে পাঠাচ্ছে মহাকাশ সংস্থা।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File