ISRO | BlueBird-কে নিয়ে আকাশে উড়লো ‘বাহুবলী’! সবচেয়ে ভারী কৃত্রিম উপগ্রহের সফল উৎক্ষেপণ ISRO-র

Wednesday, December 24 2025, 6:12 am
highlightKey Highlights

আমেরিকার স্যাটেলাইট BlueBird 6–কে লো আর্থ অরবিটে নিয়ে যাওয়ার জন্যে উড়ে গেল ভারতের ‘বাহুবলী’ LVM3 রকেট।


বুধবার সকাল ০৮:৫৪ মিনিটে ভারতের মাটি থেকে সবচেয়ে ভারী কৃত্রিম উপগ্রহের সফল উৎক্ষেপণ সম্পন্ন হলো। শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্রের দ্বিতীয় লঞ্চ প্যাড থেকে উড়ে গেল ‘বাহুবলী’ LVM3 রকেট। আমেরিকার স্যাটেলাইট BlueBird 6 কে লো আর্থ অরবিটে নিয়ে গেলো সে। এই উপগ্রহের ওজন প্রায় ৬,১০০ কেজি। AST Spacemobile এর তৈরি 'BlueBird Block 2' উপগ্রহটি মূলত 4G/5G সেলুলার ব্রডব্যান্ড সংযোগ সরাসরি স্পেস থেকে স্মার্টফোনে প্রদান করার জন্য প্রস্তুত করা হয়েছে। ISROকে ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File