ISRO Satellite Launch | ১০১তম স্যাটেলাইট লঞ্চে বেগড়বাই, অল্পের জন্যে মিস হলো টার্গেট!

Sunday, May 18 2025, 2:44 am
highlightKey Highlights

রবিবারের ভোরে ইসরো উৎক্ষেপণ করে নয়া স্যাটেলাইট, ইওএস-০৯ (EOS-09)। কিন্তু তৃতীয় ধাপে এসে গোলযোগ হয়। অল্পের জন্য লক্ষ্য মিস হয়।


রবিবার ভোর ৫ টা ৫৯ মিনিটে অন্ধ্র প্রদেশের শ্রীহরিকোটায় সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে ইসরো আর্থ অবজারভেশন স্যাটেলাইট ইওএস ০৯ উৎক্ষেপণ করে। পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকল (PSLV C61)র সাহায্যে এই স্যাটেলাইট মহাকাশে পাঠানো হচ্ছিলো। তবে তৃতীয় ধাপে এসে যান্ত্রিক গোলযোগের কারণে ব্যাহত হয় উৎক্ষেপণ। ইসরোর প্রধান ভি নারায়ণন জানিয়েছেন, “আজ আমরা পিএসএলভি সি৬১ লঞ্চের চেষ্টা করেছিলাম। এটি স্টেজ ৪ ভেহিকল ছিল। প্রথম দুটি ধাপ ভালভাবে উত্তীর্ণ হলেও, তৃতীয় ধাপে সমস্যা হয়। এই মিশন সম্পূর্ণ করা গেল না।”




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File