Ram Setu | রাম সেতুর ৯৯.৯৮ শতাংশই ডুবে থাকে অতি-গভীর জলে! অ্যাডামস ব্রিজ নিয়ে রহস্য ফাঁস করলো ISRO!
Thursday, July 11 2024, 1:44 pm
Key Highlights
নাসার আইসিইস্যাট-২ স্যাটেলাইট ব্যবহার করে রাম সেতুর সমুদ্রের জলে নিমজ্জিত থাকা অংশের মানচিত্র তৈরি করে ফেলল ইসরো।
রাম সেতুর রহস্য ফাঁস করল ইসরো। নাসার আইসিইস্যাট-২ স্যাটেলাইট ব্যবহার করে রাম সেতুর সমুদ্রের জলে নিমজ্জিত থাকা অংশের মানচিত্র তৈরি করে ফেলল ইসরোর যোধপুর এবং হায়দরাবাদ ন্যাশনাল রিমোট সেন্সিং সেন্টারের গবেষকরা। বিজ্ঞানীরা জানিয়েছেন, রামসেতুর প্রায় ৯৯.৯৮ শতাংশই অগভীর এবং অতি-গভীর জলে ডুবে থাকে। মাত্র ০.০২ শতাংশই সমুদ্রের উপরে থাকে। রাম সেতুর কাঠামো বরাবর ১১টি সংকীর্ণ জলের চ্যানেল আছে। এই চ্যানেলগুলি থাকার জন্যই সমুদ্রের ঢেউয়ের থেকে রক্ষা পেয়েছে রামসেতুর কাঠামো।
- Related topics -
- বিজ্ঞান ও প্রযুক্তি
- প্রযুক্তি
- ইসরো
- ভারত