ISRO | ইতিহাস গড়লো ইসরো! লাদাখে চালু হলো ভারতের প্রথম অ্যানালগ স্পেস মিশন
ভারতের প্রথম অ্যানালগ স্পেস মিশন লে লাদাখে চালু করল ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা।
ফের ইতিহাস গড়লো ইসরো। ভারতের প্রথম অ্যানালগ স্পেস মিশন লে লাদাখে চালু করল ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা। ইসরোর তরফে জানানো হয়েছে, মহাকাশ অভিযানে যাওয়ার আগে পৃথিবীতেই যাতে মহাকাশের মতো কঠিন তথা প্রতিকূল পরিস্থিতি খুঁজে সেখানে মহাকাশচারীদের থাকার এবং গবেষণা চালানোর প্রশিক্ষণ দেওয়া যেতে পারে সেই কারণেই এই মিশন। ইসরোর হিউম্যান স্পেসফ্লাইট সেন্টার ছাড়াও এই অভিযান AAKA স্পেস স্টুডিও, লাদাখ বিশ্ববিদ্যালয়, IITবম্বের উদ্যোগে আয়োজিত করা হয়েছে। এই মিশনের মাধ্যমে ভারত মহাশূন্যে মহাকাশচারীদের পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে।
- Related topics -
- বিজ্ঞান ও প্রযুক্তি
- বিজ্ঞান
- ইসরো
- মহাকাশ
- মহাকাশযান
- মহাকাশচারী
- লাদাখ
- অন্যান্য