আন্তর্জাতিক

ISRO | শুল্কবোমার মাঝেই ৬,৫০০ কেজির মার্কিন স্যাটেলাইট মহাকাশে পাঠাচ্ছে ইসরো!

ISRO | শুল্কবোমার মাঝেই  ৬,৫০০ কেজির মার্কিন স্যাটেলাইট মহাকাশে পাঠাচ্ছে ইসরো!
Key Highlights

ভারত-মার্কিন শুল্কযুদ্ধের মাঝেই ভারতের মাটি থেকে ৬,৫০০ কেজি ওজনের মার্কিন স্যাটেলাইট মহাকাশে পাঠাচ্ছে ইসরো।

রাশিয়া থেকে তেল কেনার অভিযোগে সম্প্রতি ভারতের উপর ৫০ শতাংশ শুল্ক চাপিয়েছে আমেরিকা। ফলে দুই দেশের কূটনৈতিক সম্পর্ক তলানিতে ঠেকেছে। এরই মাঝে ইসরো চেয়ারম্যান ভি নারায়ণন ঘোষণা করলেন, ভারতের মাটি থেকে ৬,৫০০ কেজি ওজনের মার্কিন স্যাটেলাইট মহাকাশে পাঠাচ্ছে ইসরো। তিনি বলেন, “গত ৩০ জুলাই ভারত জিএসএলভি এফ১৬ রকেটে ‘এনআইএসএআর’ সফলভাবে উৎক্ষেপণ করেছে। এটিতে আমেরিকার এল ব্যান্ড এসএআর এবং ভারতের এস ব্যান্ড পেলোড অন্তর্ভুক্ত রয়েছে। এবার আমরা আমাদের রকেট দিয়ে আমেরিকার ৬৫০০ কেজি ওজনের উপগ্রহ মহাকাশে পাঠাব।”