Musk-ISRO | এবার ইলন মাস্কের সঙ্গে মহাকাশে উপগ্রহ পাঠাবে ইসরো? শুরু হলো প্রস্তুতি
Monday, November 18 2024, 4:48 pm
Key Highlights
ইসরো ও স্পেসএক্সের যৌথ উদ্যোগে আজ ফ্যালকন৯ রকেটে জিস্যাটএন২ উপগ্রহ উৎক্ষেপণ, এটি ভারতে উন্নত ব্রডব্যান্ড সেবা নিশ্চিত করবে।
ইলন মাস্কের সংস্থা SpaceXর সঙ্গে ইসরোর পথ চলা শুরু হবে। মাস্কের সংস্থার তৈরি ফ্যালকন ৯ রকেট ব্যবহার করে প্রথম মহাকাশে কৃত্রিম উপগ্রহ পাঠাবে ইসরো। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে প্রক্রিয়া। SpaceXর র রকেটে সওয়ার হয়ে মহাকাশে পাড়ি দেবে ভারতের অত্যাধুনিক জিস্যাট এন২। এই উপগ্রহ ভারতজুড়ে ব্রডব্যান্ড পরিষেবা এবং উড়ানে ইন্টারনেটের সংযোগ আরও উন্নত করবে। সবকিছু ঠিকঠাক থাকলে আজকের মধ্যেই অর্থাৎ ১৮ নভেম্বর, ২০২৪ এই উৎক্ষেপণ সেরে ফেলা হতে পারে।