ISRO | ইতিহাস গড়ার লক্ষ্যের কাছাকাছি এলো ইসরো! ‘উত্তেজনাপূর্ণ করমর্দন’ করল না দুই কৃত্রিম উপগ্রহ

Sunday, January 12 2025, 7:04 am
highlightKey Highlights

খুব কাছে পৌঁছেও ‘উত্তেজনাপূর্ণ করমর্দন’ করল না দুই কৃত্রিম উপগ্রহ। সরে গেল ফের।


ইতিহাস গড়ার লক্ষ্যে ইসরো। সেই লক্ষ্যেরই কাছাকাছি এলো ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা। খুব কাছে পৌঁছেও ‘উত্তেজনাপূর্ণ করমর্দন’ করল না দুই কৃত্রিম উপগ্রহ। সরে গেল ফের। শনিবার রাতে ‘স্পেস ডকিং’ পরীক্ষার এক গুরুত্বপূর্ণ ধাপ পেরল ইসরো। দুই উপগ্রহ সবথেকে কম, ৩ মিটার দূরত্বে এসেছিল। তারপর তাদের ফের পরস্পরের থেকে সরিয়ে দেওয়া হয়। ইসরো সূত্রে খবর, ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার তরফে জানানো হয়েছে, তথ্য বিশ্লেষণ করে ঠিক করা হবে পরবর্তী পদক্ষেপ কী হতে চলেছে। যদিও মূল লক্ষ্যই হল ডকিং।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File