Israel Attacks Iran | ইরানের পরমাণু ঘাঁটিতে এয়ার স্ট্রাইক ইজরায়েলের, পিছু হটলো আমেরিকা
Friday, June 13 2025, 2:52 am
Key Highlightsইরানের ভিতরে ঢুকে হামলা চালিয়ে আসল ইজরায়েলি এয়ার ফোর্স। শুক্রবার ভোর রাতে তেহরানে ঘন ঘন বিস্ফোরণের শব্দ শোনা গেল।
সূত্রের খবর, এদিন ভোররাতে ইরানের ভিতরে ঢুকে হামলা চালিয়েছে ইজরায়েলি এয়ার ফোর্স। ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু স্বীকার করেছেন, সরাসরি ইরানের পরমাণু কেন্দ্র ও মিসাইল ভাণ্ডারগুলিতে হামলা চালানো হয়েছে। নাতানজ সাইট, যেখানে ইউরেনিয়ামের ভাণ্ডার, সেখানেও হামলা চালিয়েছে ইজরায়েল। তেহরানে ঘোষণা করা হয়েছে জরুরি অবস্থা। এদিকে আমেরিকা স্পষ্ট করেছে, এই হামলার সাথে তাঁদের কোনো যোগসূত্র নেই। ইরানকে তাদের মিলিটারি বেস আক্রমণ না করার অনুরোধ জানিয়েছেন ট্রাম্পের বিদেশ মন্ত্রক।

