Lebanon Strike | লেবাননে এয়ার স্ট্রাইক ইজরায়েলের, মৃত্যু ১৮০ জনের, মৃত্যু হয়েছে শিশুরও
Monday, September 23 2024, 1:34 pm
Key Highlightsফের হামলা চালালো ইজ়রায়েল। সোমবার লেবাননে একের পর এক এয়ার স্ট্রাইকে মৃত্যু হয়েছে ১৮০ জনের।
ফের হামলা চালালো ইজ়রায়েল। সোমবার লেবাননে একের পর এক এয়ার স্ট্রাইকে মৃত্যু হয়েছে ১৮০ জনের। আহত প্রায় ৪০০। হামলায় শিশু মৃত্যু হয়েছে বলেও খবর। তবে হামলার আগেই দক্ষিণ লেবাননের বাসিন্দাদের সতর্ক করেছিল তেল আবিব। ইজ়রায়েলের পক্ষ থেকে দক্ষিণ লেবাননে হেজবোল্লার ঘাঁটি টার্গেট করে মোট ৩০০টি রকেট হামলা করা হয়। পাল্টা ইজ়রায়েলে আক্রমণ শানিয়েছে লেবানন মদতপুষ্ঠ জঙ্গি গোষ্ঠী হেজবোল্লাও। ইহুদি দেশটিতে শতাধিক রকেট নিক্ষেপ করেছে তারা। ফলে নতুন করে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হলো মধ্য প্রাচ্যে।
- Related topics -
- আন্তর্জাতিক
- ইজরায়েল
- হামলা
- বিমান হামলা

