আন্তর্জাতিক

Iran-Israel | ইরানের পরমাণুঘাঁটিতে হামলা করেছিল আমেরিকা না ইজরায়েল? নেতানিয়াহুর দাবিতে বাড়ছে জল্পনা!

Iran-Israel | ইরানের পরমাণুঘাঁটিতে হামলা করেছিল আমেরিকা না ইজরায়েল? নেতানিয়াহুর দাবিতে বাড়ছে জল্পনা!
Key Highlights

সংঘর্ষবিরতির পর জাতির উদ্দেশে ১০ মিনিটের ভাষণে ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেন, 'ইরানের পরমাণুঘাঁটি ধ্বংস করেছে ইজরায়েল।

রবিবার মধরাতে ইরানের তিনটি পরমাণুকেন্দ্রে হামলা চালায় মার্কিন যুক্তরাষ্ট্র। ইরানের তিনটি পরমাণুঘাঁটিতে বোমা ফেলার ঘটনা স্বীকার করেন ট্রাম্পও। কিন্তু ইজরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলছেন, ইরানের নাতানজ ও ইশফাহান পরমাণুঘাঁটি ধ্বংস করেছে ইজরায়েল! সংঘর্ষবিরতির পর জাতির উদ্দেশে ১০ মিনিটের ভাষণে ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেন, 'ইরানের পরমাণুঘাঁটি ধ্বংস করেছে ইজরায়েল। তাঁর বক্তব্য,“ইরানের পারমাণবিক কর্মসূচি ব্যর্থ করেছে ইজরায়েল। ইরান কখনও পরমাণু অস্ত্র তৈরি করতে পারবে না।'