Israel | ইজরায়েলে পরিবর্তন প্রতিরক্ষামন্ত্রী! কাকে নতুন দায়িত্ব দিলেন বেঞ্জামিন নেতনিয়াহু?
Wednesday, November 6 2024, 1:16 pm

ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী বদল, নেতানিয়াহু গ্যালান্টকে সরিয়ে ইজরায়েল কাটজকে নিয়োগ দিয়েছেন।
ইজরায়েলের বদল প্রতিরক্ষামন্ত্রী। নয়া প্রতিরক্ষামন্ত্রী হিসেবে ইজরায়েল কাটজকে দায়িত্ব দিলেন বেঞ্জামিন নেতনিয়াহু। এর আগেই এই দায়িত্ব পালন করেছেন ইয়োয়াভ গ্যালান্ট। জানা গিয়েছে, এর আগে বিদেশমন্ত্রক সহ একধিক গুরু দায়িত্ব সামলেছেন কাটজ।১৯৮৮ সালে নেতানিয়াহুর দল লিকুদে যোগ দেন কাটজ, ১৯৯৮ সালে প্রথমবার সাংসদ হন তিনি। নেতানিয়াহুর ইচ্ছায় ২০১৯ সালে বিদেশ মন্ত্রকের দায়িত্বও পান কাটজ। এবার ইজরায়েলের প্রতিরক্ষামন্ত্রী হলেন সামলেছেন কাটজ।
- Related topics -
- আন্তর্জাতিক
- ইজরায়েল
- ইজরায়েল
পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File
পেয়ে যান দিনের সেরা খবরগুলো সরাসরি আপনার ইনবক্সে
আপনার ব্যক্তিগত তথ্য আমাদের সাথে সর্বদা সুরক্ষিত।