আন্তর্জাতিক

Greta Thunberg | গ্রেটা থানবার্গদের ত্রাণ নিয়ে গাজায় ঢুকতে দিলো না ইজরায়েলি সেনা!

Greta Thunberg | গ্রেটা থানবার্গদের ত্রাণ নিয়ে গাজায় ঢুকতে দিলো না ইজরায়েলি সেনা!
Key Highlights

গাজায় ত্রাণ নিয়ে যাওয়ার পথে জলবায়ু আন্দোলনকারী গ্রেটা থানবার্গকে আটকে দিলো ইজরায়েলি সেনা।

গাজায় ত্রাণ নিয়ে যাওয়ার পথে জলবায়ু আন্দোলনকারী গ্রেটা থানবার্গকে আটকে দিলো ইজরায়েলি সেনা। জানা গিয়েছে, প্যালেস্তাইন পন্থী ফ্রিডম ফ্লোটিলা কোলিশনের পাঠানো ম্যাডলিন নামক জাহাজটি গাজার দিকে এগোচ্ছে জানতে পেরে ইজরায়েল জাহাজ ঘুরিয়ে নেওয়ার নির্দেশ দেয়। কিন্তু সে কথা শোনেননি গ্রেটা। এরপরই তাদের গিয়ে আটকে ইজরায়েল সেনা। সূত্রের খবর, ওই জাহাজে থাকা সকলকে গ্রেফতার করেছে ইজরায়েলি সেনা। এছাড়াও ভাইরাল ছবিতে দেখা যাচ্ছে, জাহাজের ক্রু সহ সকলে লাইফ জ্যাকেট পরে, দুই হাত তুলে বসে রয়েছে।