আন্তর্জাতিক

Gaza । গাজায় জঙ্গি সন্দেহে বোমা মেরে হত্যা ৫ সাংবাদিককে! নেপথ্যে ইজরায়েলের বিমানবাহিনী

Gaza । গাজায় জঙ্গি সন্দেহে বোমা মেরে হত্যা ৫ সাংবাদিককে! নেপথ্যে ইজরায়েলের বিমানবাহিনী
Key Highlights

প্যালেস্টাইন জঙ্গি ভেবে ‘প্রেস’ লেখা গাড়িতে বোমাবর্ষণ ইজরায়েলের বিমানবাহিনীর! গাজায় একসঙ্গে মৃত্যু ৫ সাংবাদিকের।

প্যালেস্টাইন জঙ্গি সন্দেহে ‘প্রেস’ লেখা গাড়িতে বোমাবর্ষণ করলো ইজরায়েলের বিমানবাহিনী। এর জেরে গাজায় মৃত্যু হলো ৫ সাংবাদিকের। বিবিসি সূত্রে খবর, বৃহস্পতিবার মধ্য গাজার আল আওদা হাসপাতালে একজন সাংবাদিকের স্ত্রী সন্তান প্রসবের জন্য ভর্তি হয়েছিলেন। হাসপাতালের সামনেই পার্ক করা ছিল সাংবাদিকদের গাড়িটি। হঠাৎই গাড়িতে বোমাবর্ষণ করে বিমানবাহিনী। গাড়িতে থাকা ৫ জন সাংবাদিক ঘটনাস্থলেই মারা যান। ‘রিপোর্টার্স উইদাউট বর্ডারস’ রিপোর্ট বলছে, ২০২৪সালে কর্মসূত্রে বিশ্বজুড়ে ৫৪জন সাংবাদিকের মৃত্যু হয়েছে। তালিকায় প্রথম স্থানে রয়েছে গাজা।