Iran-Israel | যুদ্ধবিরতি ঘোষণার পরও হামলা ইরানের? পাল্টা বড়সড় অপারেশন চালানোর হুঙ্কার ইজরায়েলের প্রতিরক্ষামন্ত্রীর!
Tuesday, June 24 2025, 12:47 pm
Key Highlightsইজরায়েলের অভিযোগ, সংঘর্ষবিরতি শুরুর কয়েক ঘণ্টার মধ্যেই ইজরায়েলে মিসাইল ছুড়েছে তেহরান।
যুদ্ধবিরতি ঘোষণার কয়েক ঘন্টার মধ্যেই লঙ্ঘন? ইজরায়েলের অভিযোগ, সংঘর্ষবিরতি শুরুর কয়েক ঘণ্টার মধ্যেই ইজরায়েলে মিসাইল ছুড়েছে তেহরান। যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন ইরান। ইজরায়েলের প্রতিরক্ষামন্ত্রীর বক্তব্য, “মার্কিন প্রেসিডেন্ট সংঘর্ষবিরতির ঘোষণা করেছিলেন। কিন্তু সেটা লঙ্ঘন করে ইজরায়েলের দিকে একঝাঁক মিসাইল ছুড়েছে ইরান। ইজরায়েল সরকারের নীতি অনুযায়ী, সংঘর্ষবিরতি লঙ্ঘন হলে তার কড়া জবাব দেওয়া হবে। তাই আমি আইডিএফ (ইজরায়েল ডিফেন্স ফোর্স)কে নির্দেশ দিয়েছি যেন তেহরান লক্ষ্য করে বড়সড় অপারেশন চালানো হয়।”
- Related topics -
- আন্তর্জাতিক
- ইরান
- ইজরায়েল
- ইজরায়েল
- যুদ্ধ

