Iran-Israel Ceasefire | যে কোনও মুহূর্তে সংঘর্ষবিরতি করতে পারে ইজরায়েল! পাল্টা হামলা চালানোর হুঁশিয়ারিও দিলো ইরান!
Monday, June 30 2025, 1:39 pm
Key Highlightsযে কোনও মুহূর্তে সংঘর্ষবিরতি করতে পারে ইজরায়েল, এমনটাই দাবি করলো ইরান।
যে কোনও মুহূর্তে সংঘর্ষবিরতি করতে পারে ইজরায়েল, এমনটাই দাবি করলো ইরান। সেক্ষত্রে সংঘর্ষবিরতি হলে পালটা হামলা চালাতে তেহরান দ্বিধা করবে না বলেও জানিয়ে দিলো। সম্প্রতি ইরানের সেনার চিফ অফ স্টাফ আবদোলরহিম মৌসাভি বলেন, ইজরায়েল ও আমেরিকার মতো প্রতিপক্ষকে বিশ্বাস করে না ইরান। মৌসাভি বলেন, “যুদ্ধবিরতি সহ বিভিন্ন অঙ্গীকারের প্রতি শত্রু কতটা দায়বদ্ধ, আমাদের তা নিয়ে ঘোরতর সন্দেহ রয়েছে।” পাশাপাশি হুঁশিয়ারির সুরে বলেন, “যদি আবার হামলা হয়, কঠোর জবাব দিতে আমরাও প্রস্তুত।”

