Israeli Airstrike | নতুন করে গাজায় হামলা ইজরায়েলি সেনার, মৃত শীর্ষ হামাস নেতা সহ ১৯

Sunday, March 23 2025, 5:20 pm
Israeli Airstrike | নতুন করে গাজায় হামলা ইজরায়েলি সেনার, মৃত শীর্ষ হামাস নেতা সহ ১৯
highlightKey Highlights

শনিবার রাতভর দক্ষিণ গাজার খান ইউনিসে বিমান হামলা চালালো ইহুদি সেনা। এই ঘটনায় অন্তত ১৯ জনের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে।


যুদ্ধবিরতি শেষ হতে না হতেই গাজায় হামলা করলো ইজরায়েলি সেনা। শনিবার সারারাত ধরে দক্ষিণ গাজার খান ইউনিসে বিমান হামলা চালায় ইহুদি সেনারা। এঘটনায় অন্তত ১৯জনের মৃত্যু হয়েছে। দক্ষিণ গাজার দুটি হাসপাতাল সূত্রে খবর, ১৯টি মৃতদেহ এসেছে গিয়েছে কাছে। যাঁদের বেশিরভাগই মহিলা ও শিশু। মৃতের তালিকায় রয়েছে শীর্ষ হামাস নেতা তথা প্যালেস্টাইন সংসদের সদস্য সালাহ আল বারদাউইল এবং তাঁর স্ত্রী। ইজরায়েল জানিয়েছে, হামাসকে পুরোপুরি নির্মূল না করা অবধি হামলা চালাবে তারা।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File