Iran-Israel | ১০০টি ফাইটার জেট নিয়ে ইরানের উপরে হামলা চালালো ইজরায়েল! আকাশপথ বন্ধ করলো ইরাক, সিরিয়া

Saturday, October 26 2024, 11:51 am
Iran-Israel | ১০০টি ফাইটার জেট নিয়ে ইরানের উপরে হামলা চালালো ইজরায়েল! আকাশপথ বন্ধ করলো ইরাক, সিরিয়া
highlightKey Highlights

১০০টি ফাইটার জেট নিয়ে ইরানের উপরে হামলা চালিয়েছে ইজরায়েলের সেনা।


ইরান ইজরায়েলের হামলায় ভয়াবহ অবস্থা মধ্যপ্রাচ্যে। ১০০টি ফাইটার জেট নিয়ে ইরানের উপরে হামলা চালিয়েছে ইজরায়েলের সেনা। নির্দিষ্টভাবে ইরানের সেনাঘাঁটি গুলিকেই নিশানা বানিয়ে আক্রমণ চালানো হচ্ছে। এফ০৩৫ আদির ফাইটার জেট, এফ১৫১ রাম গ্রাউন্ড অ্যাটাক জেটস এফ১৬১ সুফা এয়ার ডিফেন্স জেটের মতো অত্যাধুনিক যুদ্ধবিমান দিয়ে ইরানের উপরে হামলা চালাচ্ছে ইজরায়েল ডিফেন্স ফোর্স বা আইডিএফ। সম্প্রতি ইজরায়েলের উপরে ২০০ ব্যালেস্টিক মিসাইল দিয়ে হামলা চালায় ইরান। এবার প্রত্যুত্তর দিল ইজরায়েল। এদিকে ইরাক, সিরিয়াও ভয়ে আকাশপথ বন্ধ করে দিয়েছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File