আন্তর্জাতিক

Israel-Hamas War । ইজরায়েল ও হামাস যুদ্ধের বর্ষিপূর্তিতেও হামলা! ক্রমশ জটিল হয়েই চলেছে যুদ্ধ পরিস্থিতি

Israel-Hamas War । ইজরায়েল ও হামাস যুদ্ধের বর্ষিপূর্তিতেও হামলা! ক্রমশ জটিল হয়েই চলেছে যুদ্ধ পরিস্থিতি
Key Highlights

ইজরায়েল ও হামাস যুদ্ধের এক বছর পূর্ণ হয়েছে। তবে এখনও থামেনি হামলার ঘটনা। নতুন করে হামলা চালাচ্ছে ইজরায়েল লেবানন।

ইজরায়েল ও হামাস যুদ্ধের এক বছর পূর্ণ হয়েছে। তবে এখনও থামেনি হামলার ঘটনা। নতুন করে হামলা চালাচ্ছে ইজরায়েল লেবানন। ইজরায়েলের শহরে গোলাবর্ষণ করছে হিজবুল্লা গোষ্ঠী,রবিবারও লেবাননের বেইরুটের দক্ষিণাঞ্চলে এয়ার স্ট্রাইক চালায় ইজরায়েল। হামলার কথা স্বীকারও করে নিয়েছে ইজরায়েলি ডিফেন্স ফোর্স বা আইডিএফ। অন্যদিকে ইজরায়েলও বেইরুটে লাগাতার হামলা জারি রেখেছে। গাজা স্ট্রিপে একটি মসজিদ ও লাগোয়া স্কুলে মিসাইল দিয়ে আঘাত হানে ইজরায়েল। ঘটনায় কমপক্ষে ২৬ জনের মৃত্যু হয়েছে।