শিক্ষা

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষাকেন্দ্র গুলিতে অসুস্থ পরীক্ষার্থীদের জন্য আইসোলেশন রুমের ব্যবস্থা করা হচ্ছে

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষাকেন্দ্র গুলিতে অসুস্থ   পরীক্ষার্থীদের জন্য আইসোলেশন রুমের ব্যবস্থা করা হচ্ছে
Key Highlights

উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য সম্প্রতি প্রতিটি পরীক্ষা কেন্দ্রে আইসোলেশন রুমের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন। এমনকি মাধ্যমিক পরীক্ষার সময়ও একই ব্যবস্থা থাকবে বলে জানানো হয়েছে মাধ্যমিক শিক্ষা পর্ষদের তরফে।

সারা দেশ জুড়ে করোনাভাইরাসের তৃতীয় ঢেউ মারণ থাবা বসিয়েছে। এই পরিস্থিতিতে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় সহ বাকি শিক্ষা প্রতিষ্ঠানগুলি বন্ধ করে দেওয়া হয়েছে। তবে আগামী ৭ ই মার্চ থেকে শুরু হচ্ছে রাজ্যের মাধ্যমিক পরীক্ষা এবং অন্যদিকে ২ এপ্রিল থেকে শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। জানা যাচ্ছে এই পরীক্ষা হবে কি না, তা সম্পূর্ণভাবে রাজ্যের তৎকালীন করোনা পরিস্থিতির উপর নির্ভর করছে।

পরীক্ষার্থীদের জন্য আগাম সতর্কতা নেওয়া হচ্ছে, থাকছে আইসোলেশন রুমের ব্যবস্থা

করোনা পরিস্থিতির মধ্যে যদি পরীক্ষা নেওয়া হয়, সেক্ষেত্রে আগাম সব প্রস্তুতি সেরে রাখতে চাইছে স্কুল শিক্ষা দফতর। প্রতিটি পরীক্ষা কেন্দ্রে আইসোলেশন রুমের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। যে সকল পড়ুয়ারা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে আসবে, তাদের মধ্যে কোনও পরীক্ষার্থী যদি অসুস্থ হয়ে পড়ে, অথবা কোনও অসুস্থ পরীক্ষার্থী যদি পরীক্ষা দিতে আসে, সেক্ষেত্রে এই আইসোলেশন রুমে বসিয়ে সেই পরীক্ষার্থীর পরীক্ষাগ্রহণের ব্যবস্থা করা হবে। এই ব্যবস্থার ফলে পরীক্ষা কেন্দ্রের বাকি পড়ুয়াদের সুরক্ষিত রাখা যাবে বলেই জানিয়েছেন শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীববাবু।

এবিষয়ে চিরঞ্জীববাবু বলেন, "এই বছর পড়ুয়ারা হোম সেন্টারে বসে পরীক্ষা দেবে। ফলে বেড়েছে পরীক্ষা কেন্দ্রের সংখ্যা। আর তাই, আইসলেশনের জন্য স্কুলে ঘরের কোনও অভাব হবে না।" অতএব বর্তমান করোনা পরিস্থিতির কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত গ্রহণ করেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ।


Weather Update | বছরের দ্বিতীয় দিনেই জবুথবু মহানগর, একনজরে কলকাতার আজকের আবহাওয়া আপডেট
Lionel Messi | শুরু হলো মেসিকান্ডে টিকিটের টাকা ফেরত দেওয়ার প্রক্রিয়া, রেকর্ড হবে দর্শকদের বয়ান!
SIR | বঙ্গে শুরু SIR শুনানি, ওবিসি সার্টিফিকেট নিয়ে বড় নির্দেশ নির্বাচন কমিশনের!
Nandini Chakraborty | রাজ্যের প্রথম মহিলা মুখ্যসচিব হচ্ছেন নন্দিনী চক্রবর্তী! নতুন দায়িত্বে বিদায়ী মনোজ পন্থ
AIFF-ISL | কালকের মধ্যেই চাই জবাব, ISL-এর ক্লাবগুলিকে লিগ ফরম্যাট জানানোর নির্দেশ AIFF-এর
Indian Railway | ১লা জানুয়ারি থেকে বদলাচ্ছে একাধিক লোকাল ট্রেনের সময়, বাড়ছে রুট!
Rajganj BDO | ব্যবসায়ী অপহরণ খুনে প্রশান্ত বর্মনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি বিধাননগর কমিশনারেটের!