আফগানিস্তানে বিশ্বের নৃশংসতম জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট-খোরাসান, জানেন কারা এই ‘খোরাসানি’?
Sunday, August 29 2021, 1:00 pm
Key Highlights
কাবুল বিমানবন্দরে হামলার কারণে বর্তমানে আলোচনায় উঠে এসেছে ইসলামিক স্টেট-খোরাসান অর্থাৎ সংক্ষেপে আইএস-কে নামক জঙ্গিগোষ্ঠীর নাম। এই জঙ্গিগোষ্ঠী আসলে হলো পশ্চিম এশিয়ার জঙ্গি সংগঠন আইএস-এর ই আফগান শাখা। প্রাচীন খোরাসান অঞ্চলটি গড়ে উঠেছে বর্তমান পাকিস্তান, আফগানিস্তান, ইরান, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান এবং উজবেকিস্তান এই সকল অঞ্চলের একাংশ নিয়ে। আইএস-এর আফগান শাখাটি ওই অঞ্চলের নামে জুড়েই তাদের গোষ্ঠীর নামকরণ "ইসলামিক স্টেট-খোরাসান" করেছে। মূল সংগঠন আইএস-এর মতোই তাদের লক্ষ্য খিলাফত অর্থাৎ খলিফার শাসনের পুনঃপ্রতিষ্ঠা করা।
- Related topics -
- আন্তর্জাতিক
- জঙ্গিগোষ্ঠী
- সিরিয়া
- ইরাক
- আইএস
- আইএস কে