আন্তর্জাতিক

ISKCON Bangladesh | 'তাঁর বক্তব্য এবং কৃতকর্মের জন্য ইসকন বাংলাদেশ দায়ি নয়'! চিন্ময় প্রভুকে নিয়ে দায় ঝাড়ল ইসকন

ISKCON Bangladesh | 'তাঁর বক্তব্য এবং কৃতকর্মের জন্য ইসকন বাংলাদেশ দায়ি নয়'! চিন্ময় প্রভুকে নিয়ে দায় ঝাড়ল ইসকন
Key Highlights

ইসকন বাংলাদেশের সাধারণ সম্পাদক বলেন, 'চিন্ময়কৃষ্ণ দাস ইসকন বাংলাদেশের মুখপাত্র নন। তাঁর বক্তব্য সম্পূর্ণ তাঁর ব্যক্তিগত।'

চিন্ময় প্রভুর গ্রেফতারের ঘটনায় উত্তাল বাংলাদেশ। এমনকি বাংলাদেশে ইসকন নিষিদ্ধ করারও দাবি ওঠে। এই আবহেই ইসকন বাংলাদেশের সাধারণ সম্পাদক বলেন, 'চিন্ময়কৃষ্ণ দাস ইসকন বাংলাদেশের মুখপাত্র নন। তাঁর বক্তব্য সম্পূর্ণ তাঁর ব্যক্তিগত।' সঙ্গে তিনি জানিয়েছেন, চিন্ময়কৃষ্ণ দাসের বক্তব্য এবং কৃতকর্মের জন্য কোনওভাবেই ইসকন বাংলাদেশ দায়ি নয়। সূত্রের খবর, কয়েকজন শিশু খারাপ ব্যবহারের অভিযোগ তোলার পর তিন মাসের জন্য চিন্ময় দাসকে বিরত থাকার নির্দেশ দিয়েছিল ইসকন। কিন্তু নির্দেশ না শোনায় গত জুলাইয়ে তাঁকে ইসকন বাংলাদেশ বহিষ্কার করে।