Supreme Court । সুপ্রিম কোর্টে হাজির ISIS 'জঙ্গি', করলো শুনানির আবেদন
Friday, November 8 2024, 5:25 am
 Key Highlights
Key Highlightsগত ডিসেম্বরে তদন্তকারী সংস্থা NIA সন্ত্রাসবাদের অভিযোগে সাকিব নাচানকে গ্রেফতার করে। এই মামলার বিরুদ্ধে আপত্তি জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন তিনি।
গত ডিসেম্বরে তদন্তকারী সংস্থা NIA সন্ত্রাসবাদের অভিযোগে থানের পাধা গ্রাম থেকে বেশ কয়েকজনকে গ্রেফতার করে। অভিযুক্তদের বিরুদ্ধে UAPA এর অধীনে মামলা নথিভুক্ত করা হয়। সেই মামলায় সাকিব নাচানকে প্রধান অভিযুক্ত হিসেবে চিহ্নিত করে তদন্তকারী সংস্থা। অভিযোগ, নাচান ভারতে ISIS এর মডিউল পরিচালনা করতেন এবং যুবকদের সন্ত্রাসী সংগঠনে যোগদান করাতেন। এই মামলার বিরুদ্ধে আপত্তি জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন সাকিব নাচান। ২ সপ্তাহ পর আবেদনের শুনানিতে তিহাড় জেল থেকে ভার্চুয়ালি হাজিরা দেবেন তিনি।
-  Related topics - 
- জঙ্গি
- আইএসআইএস
- সুপ্রিম কোর্ট
- ভার্চুয়াল শুনানি
- সন্ত্রাসবাদী হামলা
- সন্ত্রাসবাদী
- ভারত
- শীর্ষ আদালত

 
 