দেশ

Godel Prize | কম্পিউটার সায়েন্সের ‘নোবেল’ অর্থাৎ ‘গোডেল’ প্রাইজ পেলেন বাঙালি গবেষক!

Godel Prize | কম্পিউটার সায়েন্সের ‘নোবেল’ অর্থাৎ ‘গোডেল’ প্রাইজ পেলেন বাঙালি গবেষক!
Key Highlights

চলতি বছরের গোডেল প্রাইজ পেয়েছেন কর্নেল বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্সের অধ্যাপক ঈশান চট্টোপাধ্যায়।

বিজ্ঞানীদের গত ৩০ বছরের অমীমাংসিত সমস্যার সমাধান করে কম্পিউটার সায়েন্সের ‘নোবেল’ গোডেল প্রাইজ পেলেন বাঙালি বিজ্ঞানী বাঙালি গবেষক ঈশান চট্টোপাধ্যায়। র‍্যান্ডামনেস এক্সট্র্যাকশন অর্থাৎ অপেক্ষাকৃত দুর্বল সোর্স থেকেও কীভাবে উপযুক্ত র‍্যান্ডমনেস তৈরি করা যায়, সেই পন্থাই আবিস্কার করেছেন ঈশান। তিনি কর্নেল বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্সের অধ্যাপক। কানপুর আইআইটি থেকে স্নাতক স্তরের পড়াশোনা শেষ করে ডক্টরেট করতে বিদেশে পাড়ি দেন তিনি। গত বছর থেকে কর্নেল বিশ্ববিদ্যালয়ে অ্যাসোসিয়েট প্রফেসর হিসেবে কাজ করছেন তিনি।