আন্তর্জাতিক

Mango Founder Died । পাহাড়ে ঘুরতে গিয়ে মৃত্যু হলো জনপ্রিয় পোশাক সংস্থা "ম্যাঙ্গো "র কর্ণধার ইসাক অ্যান্ডিকের

Mango Founder Died । পাহাড়ে ঘুরতে গিয়ে মৃত্যু হলো জনপ্রিয় পোশাক সংস্থা "ম্যাঙ্গো "র কর্ণধার  ইসাক অ্যান্ডিকের
Key Highlights

আকস্মিক দুর্ঘটনার কবলে পড়ে মৃত্যু হলো জনপ্রিয় স্প্যানিশ পোশাক সংস্থা "ম্যাঙ্গো "র কর্ণধার ইসাক অ্যান্ডিকের।

আকস্মিক দুর্ঘটনার কবলে পড়ে মৃত্যু হলো জনপ্রিয় স্প্যানিশ পোশাক সংস্থা "ম্যাঙ্গো "র কর্ণধার ইসাক অ্যান্ডিকের। গোটা বিশ্বজুড়ে এই মুহূর্তে প্রায় তিন হাজারের কাছাকাছি তাঁর ব্র্যান্ডের দোকান। রঙিন এবং ট্রেন্ডি পোশাকের জন্যে খ্যাত এই বার্সেলোনা ভিত্তিক সংস্থাটি ভারতেও তাদের জনপ্রিয়তা বজায় রেখেছিলো। স্থানীয় সংবাদ সূত্রে খবর , ৭১ বছর বয়সী ইসাক পাহাড়ে ঘুরতে গিয়েছিলেন। বার্সেলোনার কাছেই একটি জায়গায় হাইকিং করার সময় পা পিছলে গিরিখাতে পড়ে প্রাণ হারান তিনি।