Kolkata Tram | ফিরছে ঐতিহ্যবাহী ট্রাম? ট্রাম লাইন তোলার অনুমতি দিল না কলকাতা হাইকোর্ট
Wednesday, February 19 2025, 3:52 am
Key Highlightsকলকাতা শহরে ট্রাম লাইন তুলে ফেলার উপর আপাতত নিষেধাজ্ঞা জারি করে দিয়েছেন প্রধান বিচারপতি।
সম্প্রতি খিদিরপুর এলাকার ট্রাম লাইন বুজিয়ে দিয়েছে কেউ বা কারা। এ নিয়ে জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল কলকাতা হাই কোর্টে। এদিন প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম ও বিচারপতি চৈতালি চট্টোপাধ্যায় (দাস) ডিভিশন বেঞ্চ জানিয়ে দিলো হাইকোর্টের অনুমতি ছাড়া কলকাতা শহরে ট্রাম লাইন তুলে ফেলা যাবে না। কে বা করা এই ঘটনার সঙ্গে যুক্ত তা খতিয়ে দেখে পুলিশকে রিপোর্ট দিতে বলা হয়েছে। ১৯ ফেব্রুয়ারি আদালত গঠিত কমিটির বৈঠকে ট্রাম লাইন নিয়ে আলোচনা হবে।
- Related topics -
- রাজ্য
- শহর কলকাতা
- কলকাতা হাইকোর্ট
- হাইকোর্ট
- কলকাতা পুরসভা
- কলকাতা ট্রাম

