TCS | ইস্তফা দেওয়ার জন্য কর্মীদের চাপ দিচ্ছে TCS? ১২ হাজার কর্মী ছাঁটাইয়ের ঘোষণার পর উঠলো বড় অভিযোগ!

Tuesday, July 29 2025, 2:31 pm
highlightKey Highlights

IT কর্মীদের ইউনিয়নের অভিযোগ, বেআইনি ভাবে ছাঁটাই করা হচ্ছে। সরাসরি ছাঁটাই এড়াতে কর্মীদের নিজে থেকে ইস্তফা দেওয়ার জন্য চাপ দেওয়া হচ্ছে।


সম্প্রতি এক ধাক্কায় ১২ হাজার কর্মী ছাঁটাইয়ের কথা ঘোষণা করেছে ভারতের অন্যতম বৃহৎ আইটি সংস্থা TCS। এরপরই নানা রকম সমালোচনার মুখে পড়েছে সংস্থাটি। এই ছাঁটাইয়ের তীব্র বিরোধিতা শুরু করেছে IT সেক্টরের কর্মীদের ইউনিয়ন। এরই মাঝে TCSর বিরুদ্ধে উঠলো বড় অভিযোগ! IT কর্মীদের ইউনিয়নের অভিযোগ, বেআইনি ভাবে ছাঁটাই করা হচ্ছে। সরাসরি ছাঁটাই এড়াতে কর্মীদের নিজে থেকে ইস্তফা দেওয়ার জন্য চাপ দেওয়া হচ্ছে। যদিও সেই দাবি না মেনে IT সংস্থা TCS জানিয়েছে, দক্ষতার ভিত্তিতে পর্যালোচনার পরে কর্মী সংকোচনের করা হচ্ছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File