Starbucks India | ভারত থেকে ব্যবসা গুটিয়ে নিচ্ছে Starbucks? সত্যিটা বললো টাটা গোষ্ঠী

Sunday, December 22 2024, 11:22 am
highlightKey Highlights

ভারতে Starbucksর ব্যবসায় ৫০:৫০ যৌথ উদ্যোগে রয়েছে টাটা কনজ়িউইমার প্রোডাক্টস লিমিটেড।


Starbucks বিশ্বের অন্যতম অভিজাত ক্যাফে চেইন সংস্থা। ভারতেও এর জনপ্রিয়তা ব্যাপক। তবে সম্প্রতি শোনা যাচ্ছে অনেক বেশ কিছু কারণে ভারত থেকে ব্যবসা গুটিয়ে নিচ্ছে Starbucks! তবে জল্পনায় জল ঢেলে টাটা গোষ্ঠী জানালো এই তথ্য ভিত্তিহীন। উল্লেখ্য, ভারতে Starbucksর ব্যবসায় ৫০:৫০ যৌথ উদ্যোগে রয়েছে টাটা কনজ়িউইমার প্রোডাক্টস লিমিটেড। ওই সংস্থার তরফেই জানানো হয়েছে এই জল্পনা ভিত্তিহীন। এমনকি TCPL জানিয়েছে, ২০২৮ অর্থবর্ষের মধ্যে ভারতে Starbucksর আউটলেটের সংখ্যা ১০০০এ নিয়ে যাওয়ার লক্ষ্য রয়েছে তাদের।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File