বাণিজ্য

Mukesh Ambani | দেনা শোধের জন্য,২৫,৫০০ কোটি টাকা ঋণ নিচ্ছে মুকেশ আম্বানির নেতৃত্বাধীন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ?

Mukesh Ambani | দেনা শোধের জন্য,২৫,৫০০ কোটি টাকা ঋণ নিচ্ছে  মুকেশ আম্বানির নেতৃত্বাধীন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ?
Key Highlights

রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ দেনা শোধের জন্য,২৫,৫০০ কোটি টাকা ঋণ নিতে চাইছে? এমনই তথ্য প্রকাশ করলো ব্লুমবার্গের রিপোর্ট।

রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ দেনা শোধের জন্য,২৫,৫০০ কোটি টাকা ঋণ নিতে চাইছে? এমনই তথ্য প্রকাশ করলো ব্লুমবার্গের রিপোর্ট। তথ্য অনুযায়ী, বহু ঋণদাতাদের সঙ্গে এবার কথা শুরু করেছে রিলায়েন্স। এই ঋণ ২০২৫ সালের প্রথম ত্রৈমাসিকে ‘ওয়াইডার মার্কেটে’ সিন্ডিকেট করা হবে বলে খবর। রিপোর্ট বলছে, পরের বছর এই ইন্ডাস্ট্রিজের ধার মেটানোর দায়বদ্ধতা ২.৯ বিলিয়ন মার্কিন ডলার। ইতিমধ্যেই এই ঋণ দেওয়ার জন্য ৫৫টি ব্যাঙ্ক এগিয়ে এসেছে। এই ঋণ নেওয়ার চূড়ান্ত শর্ত কী হতে পারে তা এখনও স্থির হয়নি।