দেশ

Ram Mandir | রামমন্দিরে গ্রেনেড হামলার ছক IS-এর! হ্যান্ড গ্রেনেড সহ আটক ১ সন্দেহভাজন

Ram Mandir | রামমন্দিরে গ্রেনেড হামলার ছক IS-এর! হ্যান্ড গ্রেনেড সহ আটক ১ সন্দেহভাজন
Key Highlights

অযোধ্যার রামমন্দিরে নাশকতার ছক জঙ্গি সংগঠন ‘ইসলামিক স্টেট’ এর! ফরিদাবাদ থেকে সন্দেহভাজন এক জঙ্গিকে গ্রেপ্তার করল গুজরাট ও হরিয়ানা এসটিএফের যৌথবাহিনী।

অযোধ্যায় রামমন্দিরে হামলার চেষ্টার অভিযোগে ফরিদাবাদ থেকে এক জঙ্গিকে গ্রেপ্তার করল গুজরাট ও হরিয়ানা এসটিএফের যৌথবাহিনী। সূত্রের খবর, বছর ঊনিশের ওই জঙ্গির নাম আবদুল রহমান। সে অযোধ্যার মিল্কিপুরের বাসিন্দা। পাক গুপ্তচর সংস্থা ‘ইসলামিক স্টেট’এর সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখত সে। ১০ মাস আগে তাকে রামমন্দিরে বিস্ফোরণের দায়িত্ব দেয় জঙ্গি সংগঠনটি। অভিযুক্তের কাছ থেকে দুটি হ্যান্ড গ্রেনেড বাজেয়াপ্ত করেছেন তদন্তকারীরা, তাঁর বাড়িতেও তল্লাশি চলছে। গোটা বিষয়টি খতিয়ে দেখছেন পুলিশ।