Pahalgam Attack | 'জিহাদ চলতেই থাকবে..'! চলতি মাসেই মন্তব্য করেছিলেন পাকিস্তানের সেনাপ্রধান! সেই ভাষণই পহেলগাম হামলার উস্কানি?
Wednesday, April 23 2025, 12:47 pm

চলতি মাসেই পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনির কাশ্মীরকে পাকিস্তানের ‘গলার শিরা’ বলে উল্লেখ করে বলেন 'জিহাদ চলতেই থাকবে, বন্দুক গর্জাবে, কাশ্মীরে শিরচ্ছেদ চলতেই থাকবে।
চলতি মাসেই পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনির কাশ্মীরকে পাকিস্তানের ‘গলার শিরা’ বলে উল্লেখ করে বলেন 'জিহাদ চলতেই থাকবে, বন্দুক গর্জাবে, কাশ্মীরে শিরচ্ছেদ চলতেই থাকবে। ভারত কাশ্মীরের জনসংখ্যা বদলাতে চায়, তাই বহিরাগতদের বসবাসের শংসাপত্র (ডোমিসাইল সার্টিফিকেট) দিচ্ছে।'। মুনির ওই ভাষণই জঙ্গিদের পহেলগামে হামলা চালানোর উস্কানি দিয়েছিল বলে মনে করছেন ভারতীয় গোয়েন্দাদের বিভিন্ন সংগঠনের একাংশ। গোয়েন্দা সূত্রে খবর, সইফুল্লা খালিদ কাসৌরি ছাড়াও দুই লস্কর নেতাও হামলায় জড়িত থাকতে পারে।
- Related topics -
- দেশ
- ভারত
- কাশ্মীর
- জম্মু-কাশ্মীর
- জঙ্গি হামলা
- জঙ্গি
- পাক জঙ্গি
- পহেলগাম জঙ্গি হামলা
- জঙ্গিগোষ্ঠী
- পাকিস্তান