NASA | মঙ্গোল গ্রহে প্রাণ থাকার সম্ভাবনা নষ্ট করছে NASA? বড় দাবি করলেন অ্যাস্ট্রোবায়োলজিস্ট
Tuesday, November 19 2024, 6:41 am
Key Highlightsনাসার বিরুদ্ধে বড়োসড়ো অভিযোগ তুললেন জার্মানির বার্লিনের টেকনিশ বিশ্ববিদ্যালয়ের অ্যাস্ট্রোবায়োলজিস্ট ডার্ক স্কুলজ মাকুচ!
নাসার বিরুদ্ধে বড়োসড়ো অভিযোগ তুললেন জার্মানির বার্লিনের টেকনিশ বিশ্ববিদ্যালয়ের অ্যাস্ট্রোবায়োলজিস্ট ডার্ক স্কুলজ মাকুচ! তাঁর দাবি, মঙ্গল গ্রহে যদি প্রাণ থেকেও থাকে তাহলে তার প্রমাণ নষ্ট করছে নাসা! মাকুচের বক্তব্য, ১৯৭০এর দশকে মঙ্গল গ্রহে যখন 'ভাইকিং অভিযান' চালিয়েছিল নাসা, সেই সময়ে অতিরিক্ত পরিমাণে জল ব্যবহার করার জন্য খুব সম্ভবত ওই গ্রহে প্রাণের কিছু সম্ভাবনা নষ্ট করে দিয়েছিল তারা। যদিও নাসা সেটা ইচ্ছাকৃতভাবে করেনি বলেই মনে করেন মাকুচ।
- Related topics -
- বিজ্ঞান ও প্রযুক্তি
- বিজ্ঞান
- নাসা
- মঙ্গল গ্রহ

