Mary Kom | সতীর্থের স্বামীর সঙ্গে প্রেম! দীর্ঘ ২০ বছরের দাম্পত্য জীবনে ইতি টানতে চলেছেন মেরি কম?

শোনা যাচ্ছে, দীর্ঘ ২০ বছরের দাম্পত্য জীবনে ইতি টানতে চলেছেন ছ’বারের বিশ্ব চ্যাম্পিয়ন বক্সার মেরি কম।
খেলার জগতে ফের বিবাহ বিচ্ছেদের গুঞ্জন। শোনা যাচ্ছে, দীর্ঘ ২০ বছরের দাম্পত্য জীবনে ইতি টানতে চলেছেন ছ’বারের বিশ্ব চ্যাম্পিয়ন বক্সার মেরি কম। বেশ কিছুদিন হল স্বামী কারুং ওঙ্খোলের সঙ্গে থাকেন না মেরি। তাঁদের সম্পর্ক ভাঙনের নেপথ্যে মেরির জীবনে অন্য পুরুষের আগমন রয়েছে বলে জানা গিয়েছে। শোনা যাচ্ছে, মেরি কম ফাউন্ডেশনের চেয়ারম্যান ও নিজের ব্যবসায়িক সহযোগী হিতেশ চৌধরির সঙ্গে মেরির সম্পর্ক তৈরী হয়েছে। এই হিতেশ আবার মেরির এক সতীর্থের স্বামী। কিছুদিন ধরে মেরি ও হিতেশকে নানা জায়গায় একসঙ্গে দেখা যাচ্ছে।
- Related topics -
- খেলাধুলা
- বক্সিং
- মেরি কম
- সেলিব্রিটি