শহর কলকাতা

Kolkata Metro | পুজোর আগেই উদ্বোধন হবে শিয়ালদহ-এসপ্ল্যানেড মেট্রোর? কী বললো কলকাতা মেট্রো কর্তৃপক্ষ?

Kolkata Metro | পুজোর আগেই উদ্বোধন হবে শিয়ালদহ-এসপ্ল্যানেড মেট্রোর? কী বললো কলকাতা মেট্রো কর্তৃপক্ষ?
Key Highlights

কলকাতা মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের কাছে এই বিষয়ে এখনও পর্যন্ত কোনও চূড়ান্ত খবর নেই। তবে খুব শীঘ্রই এই পরিষেবা চালু হবে।

আগামী সপ্তাহেই উদ্বোধন হবে শিয়ালদহ থেকে এসপ্ল্যানেড মেট্রো? সম্প্রতি আইজি প্রিন্সিপাল চিফ সিকিউরিটি কমিশনারের তরফে লেখা এক বিজ্ঞপ্তিতে দেখা যায়, প্রধানমন্ত্রী মোদীর হাত ধরে আগামী ২২ অগস্ট গ্রিন লাইনে শিয়ালদহ এসপ্ল্যানেড মেট্রো,ইয়েলো লাইনে নোয়াপাড়া জয়হিন্দ মেট্রো এবং অরেঞ্জ লাইনে হেমন্ত মুখোপাধ্যায় থেকে বেলেঘাটা পর্যন্ত মেট্রো পরিষেবার উদ্বোধনের সম্ভাবনা রয়েছে। যদিও কলকাতা মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের কাছে এই বিষয়ে এখনও পর্যন্ত কোনও চূড়ান্ত খবর নেই। তবে খুব শীঘ্রই এই পরিষেবা চালু হবে।