শহর কলকাতা

R G Kar Case | 'এটা গণধর্ষণ না ধর্ষণ? গণধর্ষণ হলে সন্দেহভাজন কারা?' আরজিকর কাণ্ড মামলার শুনানিতে CBIকে প্রশ্ন বিচারপতির!

R G Kar Case | 'এটা গণধর্ষণ না ধর্ষণ? গণধর্ষণ হলে সন্দেহভাজন কারা?' আরজিকর কাণ্ড মামলার শুনানিতে CBIকে প্রশ্ন বিচারপতির!
Key Highlights

সোমবার বিচারপতির প্রশ্ন, এটা গণধর্ষণ না ধর্ষণ? গণধর্ষণ হলে সন্দেহভাজন কারা?

নতুন করে তদন্ত শুরু হয়েছে আরজিকর ধর্ষণ ও খুন কাণ্ডের। সিবিআইয়ের ভূমিকা নিয়ে অভিযোগ তুলে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন নির্যাতিতার মা ও বাবা। এবার সেই মামলার শুনানিতে সোমবার বিচারপতির প্রশ্ন, এটা গণধর্ষণ না ধর্ষণ? গণধর্ষণ হলে সন্দেহভাজন কারা? বিচারপতির তাৎপর্যপূর্ণ মন্তব্য, “যেহেতু এই মামলায় একজনের সাজা হয়েছে, সেখানে কোন কোন ধারায় চার্জ গঠন করা হয়েছে? সাজা প্রাপ্ত ব্যক্তিই কি একমাত্র অভিযুক্ত , নাকি আর কেউ আছে?” এরপরই সিবিআইকে কেস ডাইরি আনার নির্দেশ দিয়েছেন বিচারপতি।