X Mail | এবার Email মার্কেটেও নামবেন ইলন মাস্ক! শীঘ্রই বাজারে আসছে X Mail

Tuesday, December 17 2024, 7:25 am
highlightKey Highlights

Gmailকে টক্কর দিতে এবার বাজারে আসছে ইলন মাস্কের X Mail? শোনা যাচ্ছে এমনই জল্পনা।


Gmailকে টক্কর দিতে এবার বাজারে আসছে ইলন মাস্কের X Mail? শোনা যাচ্ছে এমনই জল্পনা। রবিবারই DogeDesigner নামে একটি X হ্যান্ডল থেকে একটি পোস্ট করা হয় X Mail নিয়ে। তারপর থেকেই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ফের আলোচনায় উঠে এসেছে এটি। এর আগে ইলন মাস্ক নিজেও জানিয়েছিলেন, শীঘ্রই বাজারে আসছে X Mail। উল্লেখ্য, তথ্য অনুযায়ী,  বিশ্বের ই মেল মার্কেটের ৫৩ শতাংশের উপরেই রয়েছে অ্যাপলের ইমেল মার্কেটের দখলে। Gmail হাতে রয়েছে ৩০ থেকে ৩১ শতাংশ মতো। এছাড়াও, আউটলুক, ইয়াহু মেলের মতো প্ল্যাটফর্মও রয়েছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File