Dakshineswar Kali Temple | দক্ষিণেশ্বর মন্দির কার? বিচার করবে কলকাতা হাইকোর্ট!

দক্ষিণেশ্বর মন্দির সংক্রান্ত যাবতীয় মামলা পাঠানো হলো বিচারপতি সব্যসাচী ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে।
২০২২ সালে দক্ষিণেশ্বর মন্দিরের ট্রাস্টি কমিটির নির্বাচন, আর্থিক অনিয়ম সহ নানা অভিযোগে কলকাতা হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের হয়। অভিযোগ করা হয়, রাজ্য এবং কেন্দ্র সরকারের থেকে বিভিন্ন খাতে বহু টাকা পেয়েছেন মন্দির কর্তৃপক্ষ। তার সঠিক হিসাব রাখা হচ্ছেনা। দক্ষিণেশ্বর মন্দির সাধারণের সম্পত্তি, নাকি পার্সোনাল প্রপার্টি? এই প্রশ্নও ওঠে সেবার। বুধবার, ১০ ডিসেম্বর থেকে মূল মামলা সহ মন্দির সংক্রান্ত যাবতীয় মামলার নতুন করে বিচার শুরু হলো বিচারপতি সব্যসাচী ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে।
