Asim Munir | এবার পাক প্রেসিডেন্টের পদ পাবেন সেনাপ্রধান আসিম মুনির? প্রধানমন্ত্রী শরিফের সঙ্গে সাক্ষাৎ নিয়ে বাড়ছে জল্পনা!

এক্সপ্রেস ট্রিবিউনের খবরে বলা হয়েছে, মঙ্গলবার প্রেসিডেন্টের বাসভবনে জারদারির সঙ্গে সাক্ষাৎ করেন শেহবাজ শরিফ।
পাকিস্তানের প্রেসিডেন্ট পদে জারদারির স্থলাভিষিক্ত হতে পারেন সেনাপ্রধান আসিম মুনির। সম্প্রতি আসিম মুনির ও প্রেসিডেন্ট আসিফ জারদারির সঙ্গে প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের বৈঠক ঘিরে সেই জল্পনা জোরদার হয়েছে। এক্সপ্রেস ট্রিবিউনের খবরে বলা হয়েছে, মঙ্গলবার প্রেসিডেন্টের বাসভবনে জারদারির সঙ্গে সাক্ষাৎ করেন শেহবাজ শরিফ। এর কিছুক্ষণ আগে প্রধানমন্ত্রীর বাসভবনে পৌঁছে শরিফের সঙ্গে বৈঠক করেন মুনির। এরপরই জল্পনা শুরু হয়। তবে প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ বলেন, প্রেসিডেন্ট জারদারিকে সব ঘটনা সম্পর্কে অবহিত করা হয়েছে।
- Related topics -
- আন্তর্জাতিক
- পাকিস্তান
- পাকিস্তান প্রধানমন্ত্রী
- পাক সরকার