Aishwarya Rai Bachchan: গর্ভবতী ঐশ্বরিয়া রাই বচ্চন কি আবার মা হতে চলেছেন? এ বিষয়ে চর্চা তুঙ্গে

Saturday, September 24 2022, 10:36 am
highlightKey Highlights

ঐশ্বরিয়া রাই বচ্চনের ফের গর্ভবতী হওয়ার অনুমান নেটিজেনদের। একজন বলেছেন "কেন মুখ লুকাচ্ছেন, আমি মনে করি তিনি সার্জারি করেছিলেন..."


ফের চর্চায় বিশ্বসুন্দরী ঐশ্বর্য রাই বচ্চন। সম্প্রতি তাঁকে মুম্বই এয়ারপোর্টে দেখা গিয়েছিল। বিমানবন্দর থেকে বেরিয়ে পাপ্পারাৎজিদের ক্যামেরা দেখে হাসেন বচ্চন পরিবারের একমাত্র বউমা। এরপর গাড়িতে উঠে জলসার উদ্দেশ্যে রওনা দেন। কিন্তু, নতুনত্ব কী রয়েছে? আসলে ঐশ্বর্যের পোশাকই তাঁকে নিয়ে আলোচনার কারণ।

কালো রঙের টাইটস এবং টিশার্ট পরেছিলেন রাইসুন্দরী। এর উপর তিনি সাদা রঙের ওভারকোরট জড়িয়েছিলেন। Mumbai -এ এখন যথেষ্ট গরম। তাহলে কেন ওই ওভারকোট জড়ালেন ঐশ্বর্য রাই বচ্চন? এহেন প্রশ্ন উঠতে শুরু করে। অনুরাগীরা দাবি করেন, তাঁর মুখেও অপরূপ লাবণ্যের ঝলক দেখা গিয়েছে। রূপের আতিশয্যও বেড়ে গিয়েছে। বর্তমানে নেটিজেনদের বড় অংশের প্রশ্ন, তাহলে কি ফের সন্তানসম্ভবা রাইসুন্দরী?

Trending Updates

২০১১ সালের নভেম্বর মাসে ঐশ্বর্য এবং অভিষেকের পরিবারে আরাধ্যার আগমন ঘটেছিল। এখন ১১ বছর বয়স জুনিয়র বচ্চনের। এই পরিস্থিতিতে আবারও প্রশ্ন উঠছে যে রাইসুন্দরী ফের মা হতে চলেছেন কিনা। বিষয়টি নিয়ে এখনও পর্যন্ত কোনও মন্তব্য করেনি বচ্চন পরিবার। তবে এই প্রথম নয়। আগেও একাধিকবার রটেছিল ঐশ্বর্য রাই বচ্চন মা হতে চলেছেন। সেক্ষেত্রেও ওভারসাইজ পোশাক পরেই প্রকাশ্যে এসেছিলেন রাইসুন্দরী।

বর্তমানে কেরিয়ার এবং সংসার নিয়ে ব্যস্ত ঐশ্বর্য। মণি রত্নমের Ponniyin Selvan I ছবিতে কাজ করেছেন তিনি। এই ছবির প্রমোশন নিজেই বেজায় ব্যস্ত ঐশ্বর্য। আগামী ৩০ সেপ্টেম্বর মুক্তি পেতে চলেছে এই ছবিটি। অনেকে দাবি করছেন, বাহুবলীর তুলনায় এই ছবির গ্ল্যামার অনেকগুণ বেশি। ফলে ব্যবসার নিরিখেও এস এস রাজামৌলির ছবিকে ছাপিয়ে যাবে এই সিনেমা।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File