Adani | ইরান-ইজরায়েল যুদ্ধে ভারত যোগ! ইরানি হামলায় ধ্বংস আদানির বন্দর?
Sunday, June 15 2025, 5:42 pm

হাফিয়া বন্দরের ৭০ শতাংশ অংশীদারিত্বই রয়েছে আদানি পোর্ট অর্থাৎ গৌতম আদানির কাছে।
রবিবার ভোরের দিকে ইরানের সর্ববৃহৎ প্রাকৃতিক গ্যাস কেন্দ্রে হামলা চালিয়েছে ইজরায়েল। তবে তার আগে শনিবার মধ্যরাতে ইজরায়েলে হামলা চালিয়েছে ইরান। গুঁড়িয়ে দেওয়া হয়েছে তেল আভিভের ইজরায়েলি সেনার সদর দফতর। এই সময়কালেই সেখানকার হাফিয়া শহরেও হামলা চালিয়েছে ইরান। প্রায় ধ্বংস হয়ে গিয়েছে, সেখানে অবস্থিত বন্দর, সেনা ছাউনি, রাসায়নিক কেন্দ্র ও তেল পরিশোধনাগার। আর এই হাফিয়া বন্দরের ৭০ শতাংশ অংশীদারিত্বই রয়েছে আদানি পোর্ট অর্থাৎ গৌতম আদানির কাছে। তবে হামলার প্রসঙ্গে এখনও কোনও মন্তব্য করেনি আদানি গ্রূপ।