IRCTC | কলকাতা থেকে উত্তরাখণ্ডের অসাধারণ ট্যুর প্যাকেজ আনলো IRCTC! থাকছে ভ্রমণ থাকা খাওয়া সব
Friday, November 8 2024, 5:35 am
Key Highlights
কলকাতা থেকে উত্তরাখণ্ডে বিভিন্ন পর্যটনস্থল ঘোরানোর ব্যবস্থা করছে ভারতীয় রেল।
এবার এবার শীতে উত্তরাখণ্ড ঘোরাবে IRCTC। কলকাতা থেকে উত্তরাখণ্ডে বিভিন্ন পর্যটনস্থল ঘোরানোর ব্যবস্থা করছে ভারতীয় রেল। আগামী ৩ ডিসেম্বর কলকাতা স্টেশন থেকে দেবভূমি উত্তরাখণ্ড যাত্রা শুরু হবে। ১০ রাত ১১ দিনের ট্যুর প্যাকেজে ঘোরানো হবে আলমোড়া, ভীমতাল, লোহাঘাট, চৌকোরি, নৈনিতাল ও টনকপুর, পূর্ণগিরি, শারদাঘাট, বালেশ্বর, মায়াবতী আশ্রম সহ একাধিক জায়গায়। থাকছে থ্রি টায়ার এসি কামরার থাকা খাওয়ার ব্যবস্থা। খরচ পড়বে মাথাপিছু ৩০ হাজার ৯২৫ টাকা। ডিলাক্স প্যাকেজ নিলে খরচ পড়বে ৩৮ হাজার ৫৩৫ টাকা।
- Related topics -
- ভারতীয় রেল
- রেলওয়ে বোর্ড
- ভ্রমণ
- উত্তরাখণ্ড
- আইআরসিটিসি