Iraq | ৯ বছর হোক মেয়েদের বিয়ের ন্যূনতম বয়স! থাকবে না বিবাহ বিচ্ছেদের অধিকারও! আইন আনছে ইরাক

Wednesday, November 13 2024, 2:51 pm
Iraq | ৯ বছর হোক মেয়েদের বিয়ের ন্যূনতম বয়স! থাকবে না বিবাহ বিচ্ছেদের অধিকারও! আইন আনছে ইরাক
highlightKey Highlights

তাদের দাবি, নারীদের অল্প বয়স থেকেই অনৈতিক বা অবৈধ সম্পর্কে জড়ানো থেকে আটকাতে চায় তারা।


মেয়েদের বিয়ের ন্যূনতম বয়স ৯ বছর হোক চাইছে ইরাক সরকার! তাদের দাবি, নারীদের অল্প বয়স থেকেই অনৈতিক বা অবৈধ সম্পর্কে জড়ানো থেকে আটকাতে চায় তারা। নতুন প্রস্তাবনা অনুযায়ী, ছেলেদের বিয়ের ন্যূনতম বয়স হবে ১৫। বিবাহ বিচ্ছেদ করার অধিকার থাকবে না মহিলাদের। গার্হস্থ্য কলহেও স্বামীর মতামতই মানতে হবে। সন্তানের উপর অধিকার, সম্পত্তিতে অধিকার কোনওটাই থাকবে না মহিলাদের। ইতিমধ্যেই প্রতিবাদ জানিয়েছেন ইরাকের মহিলারা। রাষ্ট্রপুঞ্জের তরফেও ইরাক সরকারকে চিঠি পাঠানো হয়েছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File